বেজিং: নীরব মোদীকে ভারতের আবেদন মেনে গ্রেফতার করার ব্যাপারে হংকং সিদ্ধান্ত নিতে পারে বলে জানাল চিন। পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরবের বেজিঙের পাশাপাশি হংকঙেও বিপণী আছে।
দেশে তাঁর ও তাঁর মামা মেহুল চোকসির নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। নীরব হংকঙে রয়েছেন বলে সূত্র মারফত খবর আসার পর গত সপ্তাহে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ সংসদে বলেন, তাঁর মন্ত্রক হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন (এইচকেএসএআর), চিন গণ প্রজাতন্ত্রের সরকারকে নীরব মোদীকে অস্থায়ী ভিত্তিতে গ্রেফতারির আবেদন পাঠিয়েছে।
এ ব্যাপারেই চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াংকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, স্থানীয় আইন ও পারস্পরিক বিচারবিভাগীয় চুক্তির ভিত্তিতে ভারতের আবেদন পূরণ করতে পারে হংকং। বলেন, এক দেশ, দুই সিস্টেম ও হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নের মৌলিক আইনে কেন্দ্রীয় সরকারের সহায়তার অধীনে হংকং অন্য দেশের সঙ্গে পারস্পরিক বিচারবিভাগীয় সহযোগিতার ব্যাপারে যথাযথ পদক্ষেপ করতে পারে। ভারত হংকং প্রশাসনকে প্রাসঙ্গিক আবেদন করে থাকলে তারা মৌলিক আইন অনুসরণ করে ভারতের সঙ্গে আইনি বোঝাপড়া করে নেবে বলে আমাদের বিশ্বাস।
প্রসঙ্গত, বিশেষ প্রশাসনিক এলাকা হিসাবে হংকংকে চালায় চিন।
ভারতের আবেদন মেনে নীরব মোদীকে গ্রেফতারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে হংকং, জানাল চিন
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2018 03:40 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -