লাহোর: গত জুলাইয়ে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন কোনও হুমকির জন্য নয়, দ্বিতীয়বার সন্তানসম্ভবা স্ত্রী সদাফের পাশে থাকার জন্যই। জানিয়ে দিলেন ফওয়াদ খান। উরি হামলার জেরে ফওয়াদ সহ বলিউডে কাজ করতে আসা পাকিস্তানি শিল্পীদের ওপর  নিষেধাজ্ঞা জারির দাবি ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে আজ প্রথম মুখ খুললেন তিনি। ৩৪ বছর বয়সি পাক তারকা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের দুঃখজনক ঘটনাবলী নিয়ে মিডিয়া, শুভানুধ্যায়ীরা তাঁর মত জানতে চেয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, দুই বাচ্চার বাবা হিসাবে, অনেকের মতোই আমিও চাই, প্রার্থনা করি, আমরা যেন আরও শান্তিপূর্ণ একটি পৃথিবী গড়ে সেখানে থাকতে পারি। আমার বিশ্বাস, ভবিষ্যত্ পৃথিবী তৈরি করবে আমাদের  সন্তানরাই। তাই ওদের প্রতি এটা আমাদের দায়।

ভারত-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ খারিজ করে ফওয়াদ বলেছেন, এ ব্যাপারে এই প্রথম কিছু বললাম। দয়া করে আমার নাম করে প্রচার হওয়া বাকি সব কথা উপেক্ষা করুন। কেননা আমি ওসব বলিনি। তিনি এও বলেন, পাকিস্তান, ভারতে আমার সব ফ্যান, তারকা ও সারা পৃথিবীর সেইসব মানুষকে ধন্যবাদ  দিচ্ছি যাঁরা এক বিভেদমুখী বিশ্বে ঐক্য গড়তে ভালবাসা, অনুভবের বিশ্বাসে আস্থা রেখে গিয়েছেন।

.