সারাদিন কে কেমন ভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাল, তাতে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পেজগুলো। কিন্তু ফেসবুক স্রষ্টা এবং সিইও মার্ক জুকেরবার্গ কেমন ভাবে পালন করলেন জানেন প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। দেখুন জুকেরবার্গের নিজের পোস্ট করা ছবিতে।
আর এই ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে লাইকের বন্যায় ভরে গেছে।
বহু মানুষই জুকেরবার্গের এত সাধারণ ভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। পোস্টের নীচে একজন কমেন্ট করেছেন একজন বিলনিয়র এবং তাঁর স্ত্রী প্রেম দিবস পালন করলেন ফাঁকা রাস্তায় প্রকৃতির মাঝে শুধু দুজনের হাত ধরে পাশাপাশি হেঁটে। এটা সত্যিই শিক্ষণীয়। এমন বহু প্রশংসামূলক পোস্টে ভরে গেছে ওই পোস্টটি।