হিউস্টন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ‘হাউডি মোদি’ সভার আগেই হিউস্টনে আছড়ে পড়ল সাইক্লোন ইমেলদা। হিউস্টন সহ গোটা টেক্সাস প্রদেশে এই মুহূর্তে চলছে নিম্নচাপের প্রবল বর্ষণ ও হড়পা বান। যার জেরে মোদির সভা ঘিরে তৈরি হল জোর প্রশ্নচিহ্ন।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে বক্তব্য পেশ করার কথা মোদির। কিন্তু, সাইক্লোনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জর্জ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দর। একাধিক ফ্লাইটকে হয় বাতিল বা সময় বদলা করা হয়েছে। ফলত, মোদির এই বিশেষ সভার জন্য যে সকল সাংবাদিকদের আসার কথা ছিল, অনেকেই আসতে পারেননি।
বিমানবন্দরের তরফেও আগত যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, তাঁরা যেন তাঁদের সূচিবদল করেন। কারণ, বিমানবন্দর লাগোয়া একাধিক রাস্তা জলমগ্ন। এক ভারতীয় সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান, হিউস্টনগামী বিমান বাতিল হওয়ায় তিনি দোহায় আটকে পড়েছেন।
প্রসঙ্গত, বুধবার টেক্সাসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইমেলদা। বৃহস্পতিবার জুড়ে প্রবল বৃষ্টিতে চারদিক জলমগ্ন হয়ে পড়ে। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে হারিকেন হার্ভে-র পর এত পরিমাণ বৃষ্টি টেক্সাসে হয়নি। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, টেক্সাস প্রদেশের ১৩টি কাউন্টিতে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট।
হিউস্টন শহর এখন জন থই-থই। স্বাস্থ্য দফতর সকলকে জল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বন্ধ রয়েছে নাসার কেপ ক্যানাভেরাল স্পেস সেন্টারও। এদিকে, আগামী ২৪-ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। সেখানে বলা হয়েছে, উত্তর টেক্সাসে ১২৫ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ‘হাউডি মোদি’র ভবিষ্যতের ওপর ঘুরপাক খাচ্ছে ঘূর্ণিঝড়।