ওয়াশিংটন: বিদেশে কাজ করতে আগ্রহী ভারতীয়দের স্বস্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জানিয়ে দিল, এইচ-ওয়ানবি ভিসা সংক্রান্ত প্রস্তাব আর বিবেচনা করছে না তারা। ওই প্রস্তাব কার্যকর হলে গ্রিন কার্ডের অপেক্ষারত হাজার হাজার ভারতীয় কর্মীকে নির্দিষ্ট ৬ বছরের সময়সীমার পর দেশে ফিরতে বাধ্য হতে হত।


ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, এইচ-ওয়ানবি ভিসা পদ্ধতিতে যে পরিবর্তনের কথা মার্কিন প্রশাসন ভাবছিল, তা থেকে সরে এসেছে তারা। এর ফলে নির্ধারিত ৬ বছরের পরেও এইচ-ওয়ানবি ভিসা প্রাপকরা আমেরিকায় থেকে কাজ করতে পারবেন।

নির্ধারিত ৬ বছরের পর আমেরিকায় কর্মরত বহু ভারতীয় কর্মীর সংস্থাই তাঁদের আমেরিকায় থেকে কাজের মেয়াদ বাড়িয়ে দেয়। ভিসা পদ্ধতিতে বদলের প্রস্তাব ট্রাম্প প্রশাসন গ্রহণ করলে ৬ বছর কাজ হয়ে যাওয়া বহু কর্মীকে দেশের পথ দেখতে হত। হিসেব বলছে, পাঁচ থেকে সাড়ে সাত লক্ষ এইচ-ওয়ানবি ভিসা প্রাপক বহিষ্কারের মুখে পড়তেন, সঙ্কটে পড়ত অসংখ্য পরিবার।