মানামা: দেশের বাইরে অনাবাসী ভারতীয়দের সামনে প্রথম বক্তৃতা দিতে উঠে নরেন্দ্র মোদী সরকারের দিকে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ বাহরিনের মানামায় গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিনের মঞ্চে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার জাতপাত ও ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, যুবকরা কাজ পাচ্ছেন না, সেই রাগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য সম্প্রদায়ের প্রতি আক্রোশে।
রাহুল আরও আশ্বাস দিয়েছেন, ৬ মাসের মধ্যেই তিনি কংগ্রেসকে নতুন করে তৈরি করবেন, সংগঠনে চোখে পড়ার মত পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাহুলের দাবি, দেশে প্রচণ্ড সমস্যা চলছে। সমস্যা মেটাতে অনাবাসী ভারতীয় সম্প্রদায়কে তিনি এগিয়ে আসার অনুরোধ করেছেন, বলেছে, দেশ পুনর্গঠনে অংশ নিতে। ২০১৯-এর লোকসভা ভোটে কংগ্রেস বিজেপিকে পরাস্ত করবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
কংগ্রেস সভাপতির বক্তব্য, তিনি দেশে কর্মসংস্থান করতে চান, তৈরি করতে চান শিক্ষা ও স্বাস্থ্যের পরিকাঠামো। তাঁর কথায়, ভারত আজ স্বাধীন কিন্তু বিপদের ছায়া গভীর হচ্ছে। দেশের সামনে বিপদ দুটি। প্রথমত, সরকার কর্মসংস্থান করতে ব্যর্থ, দ্বিতীয়ত, এই চাকরি না পাওয়ার রাগ তারা ঘুরিয়ে দিচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি ঘৃণা ও আক্রোশ তৈরি করে।
তাঁর কথায়, এর ফলে দেশে ভয়ঙ্কর অব্যবস্থা তৈরি হয়েছে, পথে ঘাটে চোখে পড়ছে মানুষের ক্রোধ, দিনে দিনে সেই রাগ আরও বাড়ছে। ক্রোধ ও ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনাবাসী ভারতীয়দের সাহায্য চেয়েছেন তিনি।
ভারত আজ স্বাধীন কিন্তু ফের বিপদের মুখোমুখি, বাহরিনে মোদী সরকারকে তির রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2018 11:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -