ঘণ্টায় ২১০ কিমি বেগে ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়ে ইরমা। পরে অবশ্য ঝড়ের দাপট সামান্য কমে। যদিও হ্যারিকেন পূর্বাভাস কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে। তিনজনেরই মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। ৬৩ লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে লক্ষাধিক ভারতীয়ও ছিলেন। ভারতীয় দূতাবাস ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে। ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আটলান্টায় গিয়েছেন আধিকারিকরা। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী আটলান্টায় গিয়ে ত্রাণের বিষয়টি দেখভাল করছেন। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনাও পরিস্থিতির উপর নজর রাখছেন।