আয়োয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): ভ্যালেন্টাইন দিবসের দিন অনেকেই নিজেদের মনের মানুষটিকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে পার্টনারের সেই উপহার পছন্দ হয়, আবার অনেক ক্ষেত্রে তা হয় না।


তবে, উপহারের বাছ-বিচার যে তার মূল্যের ওপর ভিত্তি করে করা উচিত নয়, তার প্রমাণ মিলল মার্কিন যুক্তরাষ্ট্রে। খবরে প্রকাশ, আয়োয়া নিবাসী এক মহিলাকে ভ্যালেন্টাইন ডে-র দিন উপহার হিসেবে ১০ ডলারের (প্রায় ৬৫ টাকা) লটারি টিকিট দিয়েছিলেন।


স্বভাবতই, উপহার দেখে খুশি হননি তাঁর স্ত্রী। কিন্তু, তাঁর সেই ধারণা বদলে যায় কয়েকদিন পর, যখন ওই টিকিট জ্যাকপট জেতে। পুরো ৬৪ লক্ষ টাকার জ্যাকপট। ৫৪ বছরের মহিলা জানান, তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মহিলা জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি গাড়ি ও বাড়ির ঋণশোধ করবেন।


তাঁর স্বামী জানান, এই ঘটনায় তিনি বিন্দুমাত্র অবাক হননি। কারণ, তিনি বরাবরই বিশ্বাস করতেন, তাঁর স্ত্রী সবসময়ই বিজয়িনী। তবে, এত বড় অর্থ জিতবেন, তা কখনই কল্পনা করেননি।