লাহোর: তৃতীয়বারের জন্য গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ও রাজনৈতিক নেতা ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা বিয়ে করেছেন তাঁরই ধর্মীয় গুরু বুশরা মানেকাকে।

বুশরার আর এক নাম পিঙ্কি পীর। পাকিস্তান তেহরিক ই ইনসাফ জানিয়েছে, গতকাল লাহোরে তাঁর ভাইয়ের বাড়িতে ধর্মীয় বিয়ে করেছেন তাঁরা। পিটিআইয়েরই এক নেতা নিকাহ সম্পন্ন করিয়েছেন।

বিয়েতে কিছু আত্মীয়স্বজন থাকলেও ইমরানের কোনও বোন ছিলেন না। তাই মনে করা হচ্ছে, তৃতীয় বিয়ের কথা তিনি তাঁর বোনেদেরও জানাননি।



ইমরানের আগের দুটি বিয়ে টেকেনি। প্রথমবার তিনি বিয়ে  করেন ১৯৯৫-এ ব্রিটিশ কোটিপতির মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে, তাঁদের দুটি ছেলে হয়। ২০০৪-এ ডিভোর্সের পর ইমরান ফের বিয়ে করেন ২০১৫-য়, টেলিভিশন সঞ্চালক রেহাম খানকে। ১০ মাস পরেই ভেঙে যায় য়েই বিয়ে।

বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে বুশরা মানেকার সম্পর্ক নিয়ে গুজব শোনা যাচ্ছিল। কিন্তু ইমরান বলেন, বুশরাকে বিয়ে করেননি তিনি। কিন্তু পাঞ্জাবের আঞ্চলিক ভোটে তাঁর দলের বিশ্রী হারের পর পিটিআই থেকে প্রচণ্ড চাপ দেয়, বিয়ের কথা স্বীকার করার জন্য। তাদের বক্তব্য ছিল, ইমরানের বিয়ের গুজবের কারণেই দল ভোটে হেরেছে। সামনে সাধারণ নির্বাচন, বিয়ের খবর এখনও জানাজানি না হলে অন্যান্য দলের সামনে পিটিআই স্রেফ উড়ে যাবে।

পঞ্চাশ ছুঁই ছুঁই বুশরা মানেকারও অবশ্য এটা প্রথম বিয়ে নয়, আগের বিয়ে থেকে তাঁর ৫টি সন্তান রয়েছে। এক বছরের বেশি সময় ধরে ইমরান তাঁর কাছে যাতায়াত করছেন ধর্মীয় পরামর্শের জন্য। সেভাবেই ঘনিষ্ঠ হন তাঁরা, তারপর বুশরা স্বামীকে ডিভোর্স দিয়ে গত মাসের শুরুতে রেজিস্ট্রি বিয়ে করে নেন ইমরানকে।