পাকিস্তানে এক যুবকের আত্মহত্যা, শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২ ভাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2018 02:06 PM (IST)
ইসলামাবাদ: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হল। এক ভাইয়ের আত্মহত্যার খবরের ধাক্কা সামাল দিতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অন্য দুই ভাইয়ের। এই ঘটনায় ওই অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। গুজরানওয়ালার ইলিয়াস কলোনিতে মৃত তিন ভাইয়ের বাড়ি। গতকাল গুলি চালিয়ে নিজেকে শেষ করে দেন মেজ ভাই জাহিদ আলি (৩৫)। তিনি কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন, সেটা জানা যায়নি। এই খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হন বড়ভাই আব্বাস আলি (৪০)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুই ভাইয়ের নিথর দেহ বাড়িতে আনার পর ছোটভাই সাদ্দাম আলিও (২৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।