রাষ্ট্রপুঞ্জ: ভারতকে ভালবাসি, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার শুভেচ্ছা জানাবেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে অনুষ্ঠিত মাদক পাচার বিরোধী উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সুষমাকে এ কথা বলেন ট্রাম্প।
রাষ্ট্রপুঞ্জে হওয়া অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখন রাষ্ট্রপুঞ্জে মার্কিন দূত নিক্কি হেলি জড়িয়ে ধরেন সুষমাকে, ট্রাম্পের কাছে তাঁকে হাজির করিয়ে আলাপ করিয়ে দেন। সুষমা মার্কিন প্রেসিডেন্টকে যখন জানান যে, প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা, উপহার নিয়ে এসেছেন, তিনি বলেন, ভারতকে আমি ভালবাসি, আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে আমার শুভেচ্ছা দেবেন। ভারতীয় কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এ কথা।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৩-তম অধিবেশন শুরু হয়েছে। সেখানে বিশ্বব্যাপী মাদক সমস্যা মোকাবিলায় দুনিয়াজুড়ে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে যোগ দেন সুষমা।
ভারতকে ভালবাসি, বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে আমার শুভেচ্ছা জানাবেন, রাষ্ট্রপুঞ্জে সুষমাকে বললেন ট্রাম্প
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 09:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -