ইসলামাবাদ: পরাজয় নিশ্চিত হতে রাতের অন্ধকারেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছিলেন তিনি। পাকিস্তানের (Pakistan News) সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জন্য সমস্যা আরও বাড়ল। এ বার কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল সে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (Federal Investigation Agency/FIA)।


বেআইনি ভাবে বহুমূল্য নেকলেস বিক্রি করে দেওয়ার অভিযোগ


পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন কয়েক কোটি টাকা মূল্যের একটি নেকলেস উপহার (RS 18 Crore Necklace) পেয়েছিলেন ইমরান। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত সমস্ত উপহার রাষ্ট্রের ভাঁড়ারে জমা দিতে হয়। কিন্তু ইমরান তা করেননি বলে অভিযোগ।


অভিযোগ, তোষা-খানা অর্থাৎ সরকারি উপহারের ভাঁড়ারে ওই নেকলেসটি জমা দেওয়ার বদলে, সেটি নিজের প্রাক্তন বিশেষ সহকারী জুলফিকর বুখারিকে দিয়ে দেন তিনি। জুলফিকর সেটি লহৌরে ১৮ কোটি টাকার বিনিময়ে বিক্রি করেন। সেই টাকা ইমরানের পকেটে ঢুকেছে বলে অভিযোগ।


আরও পড়ুন: UK PM Fined: লকডাউন বিধি ভেঙে পার্টি, প্রধানমন্ত্রী বলে মিলল না রেহাই, মোটা জরিমানা চাপল বরিসের উপর


বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, প্রধানমন্ত্রী চাইলে নিজের ব্যক্তিগত সংগ্রহে কোনও উপহার রাখতেই পারেন। কিন্তু সে ক্ষেত্রে উপহারের অর্ধেক দাম দিতে হয় সরকারকে। কিন্তু ইমরান কয়েক লক্ষ টাকার বিনিময়ে হারটি হাতিয়ে নেন বলে অভিযোগ, যা একেবারেই বেআইনি।


ইমরানের বিরুদ্ধে তদন্ত শুরু


পাকিস্তানের আইন অনুযায়ী, ক্ষমতায় থাকাকালীন প্রশাসনিক এবং সরকারি আধিকারিকরা বিশিষেট কারও কাছ থেকে উপহার পেলে, তোষা-খানায় জমা দিতে হয়।  উপহার জমা না দিলে বাজারমূল্য বিচার করে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়। এ ক্ষেত্রে ইমরান কোনওটিই করেননি বলে অভিযোগ।