১১ তারিখ শপথগ্রহণ অনুষ্ঠানে কপিল দেব, সুনীল গাওস্করকে আমন্ত্রণ জানালেন ইমরান খান
Web Desk, ABP Ananda | 01 Aug 2018 09:21 PM (IST)
নয়াদিল্লি: এ মাসের ১১ তারিখ পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন ইমরান খান। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানালেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক কপিল দেব ও সুনীল গাওস্করকে। এছাড়া বলিউড অভিনেতা আমির খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এই খবর জানিয়েছেন। পিটিআই সূত্রে খবর, ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠান স্বল্প সময়ের মধ্যেই শেষ করতে হবে। তাই বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো সম্ভব হবে কি না, বিদেশ সচিব তেহমিনা জানুজার সঙ্গে দেখা করে সেটা জানতে চেয়েছেন পিটিআই নেতারা। তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতা এবং চিন ও তুরস্কের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাতে চান। সোমবার ইমরানকে ফোন করে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান মোদী। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে আশাপ্রকাশ করেন। কপিলও ইমরানকে অভিনন্দন জানিয়েছেন।