ইসলামাবাদ: শুক্রবার সিঙ্গাপুরে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের উদ্দেশে বার্তা দিয়েছেন, “দেশ বৈঠকে বসতে রাজি। সভ্য প্রতিবেশীর মতো মাথায় বন্দুক না ঠেকিয়ে আলোচনায় কোনও সমস্যা নেই।” এমন সময়ই ইসলামাবাদে দাঁড়িয়ে কাশ্মীরকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করলেন ইমরান খান।   পাকিস্তানের প্রতিরক্ষা ও শহিদ দিবসে পাক প্রধানমন্ত্রী বললেন কাশ্মীর তাঁদের ‘ধমনীতে বইছে’। একই সঙ্গে ভারতের পরমাণু হাতিয়ার নিয়েও বিশ্বের নজর কাড়তে চেয়েছেন ইমরান।


প্রসঙ্গত, প্রতিবছর ৬ সেপ্টেম্বর পাকিস্তান প্রতিরক্ষা ও শহিদ দিবস পালন করে। ১৯৬৫ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধের বর্ষপূর্তির দিন ইমরান খান বলেন, “কাশ্মীর পাকিস্তানের ধমনীতে বইছে। তার বিশেষ মর্যাদা পরিবর্তন করে পাকিস্তানের অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে।”

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের কড়া নিন্দার সঙ্গে সঙ্গে ভারতের পরমাণু ভাণ্ডার নিয়েও এদিন বিশ্বকে সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, “আমি গোটা দুনিয়াকে ভারতের পরমাণু সরঞ্জাম নিয়ে সজাগ হওয়ার অনুরোধ করছি। এটা কেবল দক্ষিণ এশিয়ার বিষয় নয়, গোটা বিশ্বেরই চিন্তার বিষয়।” আরও একধাপ এগিয়ে ইমরান বলেন, এখন এই বিষয় এড়িয়ে গেলেও পরবর্তীতে এর ‘সর্বনাশা পরিণামের’ দায় নিতে হবে গোটা বিশ্বকেই।