ইসলামাবাদ: ভারতে সাধারণ নির্বাচন পর্ব শেষ হওয়া পর্যন্ত দুই প্রতিবেশী দেশের সম্পর্কে উত্তেজনা, অস্থিরতা বহাল থাকবে বলে অভিমত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জবাবে ২৬ ফেব্রুয়ারি আকাশসীমা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে ঢুকে পুলওয়ামা সন্ত্রাসের দায় নেওয়া জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে বোমাবর্ষণ করে ভারতীয় বায়ুসেনা। পরদিন পাক বিমানবাহিনীও পাল্টা আকাশযুদ্ধে একটি মিগ-২১ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেয়, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে, পরে তাঁকে ছেড়ে দেয়। সব মিলিয়ে তারপর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক।
এই প্রেক্ষাপটেই ইমরানের দাবি, নির্বাচনের মুখে ভারতের নরেন্দ্র মোদি সরকার ‘আরও একবার হঠকারিতা’ করতে পারে। ফলে যুদ্ধের ছায়া এখনও ভারত-পাকিস্তানের আকাশে ছেয়ে আছে। পাক প্রধানমন্ত্রী বলেন, বিপদ কাটেনি এখনও। ভারতে আসন্ন সাধারণ নির্বাচন পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপ্রবণ থাকবে। ভারত থেকে যে কোনও আগ্রাসন রুখতে আমরা আগে থেকেই তৈরি আছি।
আফগানিস্তান সরকারের তোলা উদ্বেগ, উত্কন্ঠা মাথায় রেখে তিনি ইসলামাবাদে তালিবানের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন বলেও জানান ইমরান। তালিবান গত মাসে ঘোষণা করে, তাদের প্রতিনিধিরা ১৮ ফেব্রুয়ারি ইসলামাবাদ যাবে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যদিও বিভিন্ন মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়, তালিবানের মধ্যস্থতাকারী দলের বেশিরভাগ সদস্য তাদের ওপর আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের জেরে পাকিস্তানে যেতে পারেনি বলে তালিবানই বৈঠকটি বাতিল করে।
ভারতে নির্বাচন পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বহাল থাকবে, বললেন ইমরান
Web Desk, ABP Ananda
Updated at:
26 Mar 2019 04:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -