আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ সহ সর্বত্র কাশ্মীর নিয়ে সরব হবেন, জানালেন ইমরান
Web Desk, ABP Ananda | 14 Aug 2019 09:50 PM (IST)
অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ভারত যেন আমাদের শান্তির নীতিকে দুর্বলতা না ভাবে।
ইসলামাবাদ: পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ইমরান খান। রাষ্ট্রপুঞ্জ সহ সব আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে সরব হবেন বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের বিরুদ্ধে তোপ দেগে পাক-অধিকৃত কাশ্মীরে এবারের স্বাধীনতা দিবস পালনের কথা ঘোষণা করেন ইমরান। সেই ঘোষণা অনুযায়ী আজ মুজফফরাবাদ থেকে ভাষণ দেন তিনি। সেই ভাষণে তিনি বলেন, ‘কাশ্মীর ও পাকিস্তানের উপর সারা বিশ্বের নজর আছে। আমি দূত হিসেবে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের হয়ে গলা ফাটাব। ভারতে কার্ফু চলাকালীন যা হয়েছে, সেটা আমি আন্তর্জাতিক মহলকে জানিয়ে বলব, এর জন্য তারাই দায়ী। আমাদের কাছে খবর আছে, কাশ্মীরের পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য পুলওয়ামার চেয়েও বিপজ্জনক পরিকল্পনা করছে ভারত। (নরেন্দ্র) মোদিকে আমার বার্তা হল, আপনারা যা করবেন, তার উপযুক্ত জবাব দেব আমরা। ইঁটের জবাব পাথরে দেব। আপনারা যদি ভেবে থাকেন আমাদের শিক্ষা দেবেন, তাহলে জেনে রাখুন, আমাদেরও আপনাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের বার্তা হল, যুদ্ধ বন্ধ করার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, যুদ্ধ হলে তারাই দায়ী থাকবে।’ অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ‘কাশ্মীরি ও পাকিস্তানিরা একই। তাঁদের দুঃখ আমাদের হৃদয়কেও ভারাক্রান্ত করে তোলে। আমরা তাঁদের পাশে ছিলাম, আছি, থাকব। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। আমরা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই। কিন্তু ভারত যেন আমাদের শান্তির নীতিকে দুর্বলতা না ভাবে।’