ইসলামাবাদ: পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৮০টিরও বেশি আসন জোগাড় করে ফেলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তাদের সহযোগী দলগুলি। আজ ট্যুইট করে এমনই দাবি করলেন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। তিনি জানিয়েছেন, গতকাল বালোচিস্তান আওয়ামি পার্টি-মেঙ্গালের সমর্থন পাওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে পিটিআই ও তাদের সহযোগী দলগুলির আসন সংখ্যা ১৮০ পেরিয়ে গিয়েছে। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকার গড়ার জন্য ১৭২ আসন দরকার। ফলে পিটিআই-এর নেতৃত্বে জোট সরকার গঠন করতে কোনও সমস্যা নেই।

তবে এরই মধ্যে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে পড়েছেন পিটিআই প্রধান ইমরান খান। গত ২৫ জুলাই নির্বাচনের দিন ইসলামাবাদের এনএ-৫৩ কেন্দ্রে ভোট দেওয়ার সময় প্রকাশ্যে ব্যালট পেপারে ছাপ দেন ইমরান। সেই ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিধিভঙ্গের অভিযোগ দায়ের করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার মহম্মদ রাজা খানের নেতৃত্বে চার-সদস্যের বেঞ্চে শুনানি হয়। ইমরানকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবী বাবর আওয়ান দাবি করেন, পিটিআই প্রধানের অনুমতি না নিয়েই তাঁর ব্যালট বার করা হয়েছিল। ভিড়ের চাপে ভোটদান কেন্দ্রের পর্দা সরে যায়। তিনি ইমরানের লিখিত জবাব জমা দেন। তবে সেটি গ্রহণ করতে অস্বীকার করে নির্বাচন কমিশন। ইমরানের স্বাক্ষরিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।