ওয়াশিংটন: পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসের প্রাক্তন প্রথমসারির সেনেটর ল্যারি প্রেসলার। তিনি বলেছেন, পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের ওপর কোনও কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ নেই। তাই চুরি হওয়া বা বিক্রি হওয়ার সম্ভাবনা জোরাল রয়েছে। এদিক থেকে পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রেসলার।
মার্কিন সেনেটের অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সাব কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রেসলারের আশঙ্কা, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আমেরিকার বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। সেনাবাহিনীর কোনও জেনারেল বা কর্নেলের কাছ থেকে তা কেউ কিনে নিয়ে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
১৯৯০-এর দশকে সেনেটের অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান তিনি প্রেসলার সংশোধনীর মাধ্যমে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম বিক্রয় বন্ধ করে দিয়েছিলেন। এরমধ্যে ছিল এফ-১৬ যুদ্ধবিমানও।
সেই সময় থেকেই আমেরিকার সঙ্গে পাকিস্তান ও ভারতের সম্পর্কের অভিমূখ বদল ঘটে।
আমেরিকার প্রথমসারির থিঙ্কট্যাঙ্ক দ্য হাডসন ইন্সস্টিটিউট-এ নিজের বই সংক্রান্ত একটি আলোচনা সভায় প্রেসলার অবশ্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্র্ ভারতের বিরুদ্ধে ব্যবহারের তেমন কোনও সম্ভাবনা দেখছেন না।
প্রেসলার বলেছেন, উত্তর কোরিয়ার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কিন্তু পাকিস্তান একটা আলাদা জিনিস। কারণ, সেখানে কোনও একজনের হাতে সব দায়িত্ব থাকে না। তাই আমেরিকার কাছে উত্তর কোরিয়ার থেকেও বেশি বিপজ্জনক পাকিস্তান।
তিনি বলেছেন, পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র আমেরিকায় নিয়ে আসাটা খুবই সহজ ব্যাপার। যেমন ৯-১১-র সময় খুব সহজভাবে একটা হামলা চালিয়েছিল ২০-৩০ জন।
উত্তর কোরিয়ার থেকেও বিপজ্জনক পাকিস্তান, বললেন প্রাক্তন মার্কিন সেনেটর ল্যারি প্রেসলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2017 04:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -