ট্যুইট নিয়ে সমালোচনার মুখে পড়া ট্রাম্প অবশ্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টাই করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে দীপাবলি পালন করলেন ট্রাম্প। এবারই প্রথম তিনি মঞ্চে ডেকে নিলেন ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সিংহ সরনাকে। তাঁর সঙ্গে আলাপচারিতায় ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা এখন খুব ঘনিষ্ঠ। আমার মনে হয়, এর আগে কোনওদিন এত ঘনিষ্ঠ ছিলাম না। আমরা আপনাদের দেশকে ভালবাসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। তাঁকে আমার শুভেচ্ছা জানাবেন।’
সংবাদসংস্থা পিটিআই-কে সরনা জানিয়েছেন, ‘হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া ভারত ও বিশেষ করে আমার পক্ষে সম্মানের বিষয়। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সবাইকে সাদর অভ্যর্থনা জানানো হয়। তাঁরা মার্কিন সমাজের একটি অংশ হয়ে গিয়েছেন। এতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু’দেশেরই লাভ হচ্ছে। আমার মনে হয়, দু’দেশের সম্পর্ক সবচেয়ে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’