নিউ ইয়র্ক: এই প্রথম রাষ্ট্রপুঞ্জও সেজে উঠল দীপাবলীর আলোকসজ্জায়। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর সাদরে পালন করেছে আলোর উৎসব। আলোয় আলোয় লেখা ফুটেছে ‘হ্যাপি দিওয়ালি’। সঙ্গে প্রদীপের চিরাচরিত ছবি।

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করেছেন এ ব্যাপারে।







২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত দীপাবলীর আলোয় সজ্জিত থাকবে রাষ্ট্রপুঞ্জ। ২০১৪-র ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে দীপাবলীর গুরুত্ব সম্পর্কে প্রস্তাব পাশ হয়। রাষ্ট্রপুঞ্জের সদস্য বহু দেশে এই উৎসব পালিত হয় বলে জানিয়ে স্থির হয়, এই দিন আন্তর্জাতিক এই সংগঠন কোনও সভা সমাবেশ করবে না। তারপর এই প্রথম রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পালিত হচ্ছে আলোর উৎসব।

এ বছর থেকেই দীপাবলীতে ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। এর আগে জুন মাসে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যেও আলোয় সেজে ওঠে এই সংগঠনের সদর দফতর। আলোয় দেখানো হয় নানা যোগ মুদ্রার ছবি।