জেরুজালেম: সংরক্ষণ বিশেষজ্ঞরা এই প্রথমবারের জন্যে শতাব্দী প্রাচীন যীশুর সমাধিস্থল খুলে দিলেন। খ্রিষ্টধর্মের মানুষরা বিশ্বাস করেন জেরুজালেমে হোলি সেপুলচার গির্জার ভেতর একটি অংশেই রয়েছে প্রভু যীশুর সমাধিস্থল এবং সেটাই খ্রিষ্টধর্মের সবচেয়ে পবিত্র স্থান। গির্জার ভিতর ঢুকে সেই বিরল স্থানের বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এএফপি-র চিত্রগ্রাহক গালি টিব্বন। সেখানে ঢুকেই তিনি সেই পাথরের ছবি তুলেছেন যেখানে ৩৩ এডি-তে শায়িত ছিলেন প্রভু যীশু। সেই বিশেষ পাথরটি খোলা রাখা হয়েছে, কারণ সংরক্ষণের কাজ চলছে এখন সেখানে।


খ্রিষ্টান ধর্মের সবচেয়ে পবিত্র এই স্থানটি শ্বেতপাথর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। গত তিনদিন হল সেই পাথরটি সরিয়ে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ ও সংরক্ষণের জন্যে, খবর সূত্রের। শেষবার সংরক্ষণের কাজ হয়েছিল ১৮১০ সালে। তারপর থেকে আর এই শ্বেতপাথর সরানো হয়নি। শ্বেতপাথরের ফলকটি যেখান থেকে সরানো হয়েছে, সেখানে যীশুর একটি ছবিও আঁকা রয়েছে বলে জানা গিয়েছে।
শ্বেতপাথরের তলা থেকে প্রচুর জিনিষের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সবকিছু নিয়েই এখন পরীক্ষা করা হবে।