মিউনিখ: আন্তর্জাতিক সফরে গিয়েও কংগ্রেসকে আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। জার্মানিতে তাঁর মুখে উঠে এল ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ (Emergency)। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ হয়ে জরুরি অবস্থা থেকে যাবে বলে মন্তব্য মোদির। জার্মানির মিউনিখে (Munich) প্রবাসী ভারতীয়দের সমাবেশে নাম না করে এ ভাবেই কংগ্রেসকে (Congress) নিশানা করলেন তিনি। এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেসও।
মিউনিখে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির
G-7 সম্মেলনে যোগ দিতে জার্মানি গিয়েছেন মোদি। শুরুতে মিউনিখে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই জরুরি অবস্থা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "আজ ২৬ জুন। এই দিনটিকে ৪৭ বছর আগে ভারতের গণতন্ত্র, যা ভারতবাসীর ডিএনএ, তাকে গলা টিপে, পদদলিত করে রাখার দিনের দুঃস্বপ্ন হিসেবে অনেকে মনে রেখেছেন।"
দেশজুড়ে সীমাহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে সেনায় নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্প, বিগত কয়েক মাস ধরে একের পর এক ইস্যুতে মোদি সরকারকে নিশানা করছে কংগ্রেস। সেই আবহেই জার্মানির মিউনিখে প্রবাসী ভারতীয়দের সমাবেশে যোগ দিলেন মোদি।
তবে দেশের অন্দরের বিরোধ, সমালোচনা নিয়ে কোনও প্রশ্নোত্তরে যাননি মোদি। বরং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জারি হওয়া জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে, নাম না করে কংগ্রেসকে নিশানা করেন।
আরও পড়ুন: Maharashtra Political Crisis: বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন! প্রশ্ন উদ্ধব-পুত্রের
ঠিক ৪৭ বছর আগে, এই দিনটিতেই সংবিধানের ৩৫২ ধারা অনুযায়ী, দেশে জারি হয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতির অনুমোদনের পরে, ১৯৭৫ সালের ২৬ জুন সকাল ৮টায়, অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে জরুরি অবস্থার ঘোষণা করেন তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, প্রায় ২১ মাস দেশে জারি ছিল জরুরি অবস্থা।
রবিবার মিউনিখে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে সেই স্মৃতি উস্কে দিয়ে আক্রমণ শানালেন মোদি। তাঁর কথায়, "ভারতের গণতন্ত্রের বর্ণময় ইতিহাসে জরুরি অবস্থা একটি কালো দাগ হিসেবে থেকে গিয়েছে। দেশের মানুষ গণতন্ত্রকে পিষে দেওয়ার সব ষড়যন্ত্রকে, গণতান্ত্রিক পথেই যোগ্য জবাব দিয়েছে। ভারতীয়রা যেখানেই থাকুন না কেন, গণতন্ত্রের জন্য গর্ব করতে পারেন। বলতে পারেন ভারত হল মাদার অফ ডেমোক্র্যাসি।"
প্রবাসী ভারতীয়দের সামনে জরুরি অবস্থার প্রসঙ্গ খুঁচিয়ে তুললেন মোদি
G-7 সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন মোদি। সোমবার পর্যন্ত এই সম্মেলন চলবে। তারপর সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।