নয়াদিল্লি: পাকিস্তানে মহরম উপলক্ষ্যে চাহিদা বিপুল বেড়ে যাওয়ায় দুধের দাম আকাশছোঁয়া, এমনকী তা পেট্রল, ডিজেলের দাম ছাড়িয়ে গিয়েছে। করাচি, সিন্ধের একাধিক জায়গায় দুধের দাম বেড়ে হয়েছে পাকিস্তানি মুদ্রায় লিটারে ১৪০ টাকা পর্যন্ত, সেখানে পেট্রল, ডিজেলের দাম দুদিন আগেও ছিল লিটারে যথাক্রমে ১১৩ ও ৯১ টাকা! এক দোকানি সংবাদ সংস্থাকে বলেছেন, চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ার ফলে করাচিতে দুধ বিক্রি হচ্ছে লিটারে ১২০ থেকে ১৪০ টাকায়।
মহরম উপলক্ষ্যে পাকিস্তানের নানা শহরের রাস্তায় সাবিল (স্টল) বসানো হয় মিছিলে সামিল লোকজনকে দুধ, ফলের রস, ঠান্ডা জল দিয়ে সেবা করার জন্য। এবারও একাধিক এমন স্টল হয়েছে। সেজন্যই নাকি দুধের চাহিদা খুব বেড়েছে। রাস্তায় স্টল দেওয়া এক বাসিন্দা বলেছেন, প্রতি বছরই স্টল দিই। এবার দুধের দাম বাড়লেও স্টল দেওয়া বন্ধ করার কথা ভাবিনি। কিন্তু মহরমের জন্য দুধের দাম এবারের মতো কখনও এত বাড়তে দেখিনি।
সূত্রের খবর, করাচিতে দুধের দাম নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ইফতিকার শালওয়ানি সরকারি ভাবে দুধের দাম লিটারে ৯৪ টাকায় বেঁধে দিয়েছেন। কিন্তু তিনি এবার চড়া দামে রাশ টানায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। কিছু দুধ ব্যবসায়ী সরবরাহ কমিয়ে দেওয়ায় কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে বলেও দাবি। তার ফলে দাম বেড়েছে। শুক্রবার দুধের দাম ও সরবরাহে ঘাটতি নিয়ে খামারের দুধ উত্পাদনকারীদের নিয়ে বৈঠক ডেকেছে প্রশাসন।