জেনিভা ও নয়াদিল্লি: সমকামী, উভকামী ও রূপান্তরকামী, বৃহন্নলাদের (এলজিবিটি) ওপর হিংসা, তাদের প্রতি বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখতে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞকে তিন বছরের জন্য নিয়োগ করার ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটিতে সরিয়ে নিল ভারত। ভোটদানে বিরত থাকেন ভারতের প্রতিনিধি। ৪৭ সদস্যের কাউন্সিলে ভারত সহ ৬টি দেশ ভোট দেয়নি। ২৩-১৮ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। আগামী সেপ্টেম্বরে জেনিভায় কাউন্সিলের পরবর্তী বৈঠকেই ওই বিশেষজ্ঞকে নিয়োগ করা হতে পারে। লাতিন আমেরিকা, পশ্চিমী দুনিয়ার দেশগুলি বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব সমর্থন করলেও এর বিরোধিতায় চিনের সঙ্গে যোগ দেয় আফ্রিকার বেশ কিছু দেশ।
ভারত ভোটদানে বিরত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এদেশের সমকামী, উভকামী, রূপান্তরকামীদের সংগঠনগুলি।
যদিও ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত সমর্থন করে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, দেশের আইনি বাস্তবতার পরিপ্রেক্ষিতেই এমনটা করা হল। তিনি বলেছেন, ভারতে এলজিবিটি-দের অধিকারের ইস্যুটি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখছে। বিভিন্ন সংস্থা, সংগঠনের দায়ের করা একগুচ্ছ সংশোধনীমূলক পিটিশন জমা পড়েছে। শীর্ষ আদালত এখনও রায় দেয়নি। সে কারণেই এলজিবিটি-দের বিরুদ্ধে বৈষম্যের অবসানে নিরপেক্ষ বিশেষজ্ঞের পদ তৈরির জন্য রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবের ওপর ভোটদানের ব্যাপারে এই বিষয়টি মাথায় রাখতে হয়েছে আমাদের।
সমকামী, উভকামী ও রূপান্তরকামী, বৃহন্নলাদের নিয়ে রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2016 04:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -