ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়া প্রথম হিন্দু মহিলা তুলসি গাবার্ড দীপাবলিকে স্বীকৃতি দিয়ে ডাকটিকিট প্রকাশের দাবি জানালেন। তিনি এই দাবিতে স্বাক্ষর অভিযানও শুরু করেছেন।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ সারা বিশ্বের প্রধান ধর্মগুলির উৎসব উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করেছে। একমাত্র হিন্দু ধর্মকেই স্বীকৃতি দেওয়া হয়নি। গত কয়েক বছরে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক এবং ভারতীয়দের সংগঠনগুলি ডাকটিকিটের দাবিতে প্রচার চালিয়েছে। কিন্তু তাতে সাফল্য আসেনি। এবার তুলসিও একই দাবি জানালেন।

 

হিন্দুধর্মের স্বীকৃতির পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তুলসি। তাঁর বক্তব্য, দীর্ঘ প্রচেষ্টার পর ‘দীপাবলি ডাকটিকিট’ প্রকাশ করার দাবি পূরণ হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাঁরা। অনেকেই আলোর উৎসব উপলক্ষে ডাকটিকিট প্রকাশের দাবিকে সমর্থন করছেন। তবে আরও মানুষের সাহায্য চাই। এটা চূড়ান্ত উদ্যোগ। তাই এই দাবিপত্রে সবার স্বাক্ষর চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র বাড়ানোর জন্য দীপাবলির স্বীকৃতি দরকার।