পাকিস্তানের জেলে বন্দি ৫১৮ ভারতীয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2016 02:26 PM (IST)
ইসলামাবাদ: দু’দেশের জেলে কতজন করে নিজেদের নাগরিক বন্দি রয়েছে, সেই তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান। সেই তালিকা অনুযায়ী, পাকিস্তানের জেলে এই মুহূর্তে বন্দি ৫১৮ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৪৬৩ জন মৎস্যজীবী। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, আজ দুদেশে জেলে বন্দি থাকা নিজেদের নাগরিকের তালিকা বিনিময় করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাকিস্তান বিদেশ মন্ত্রকের কার্যালয় জানিয়েছে, সেদেশের জেলে ৫১৮ জন বন্দি ভারতীয়দের মধ্যে ৪৬৩ জন মৎস্যজীবী এবং ৫৫ জন সাধারণ নাগরিক। প্রসঙ্গত, ২০০৮ সালের ২১ মে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, দু’দেশের মধ্যে কনসুলেট সংক্রান্ত সুবিধার যে সমঝোতা হয়েছিল, তার সঙ্গতি মেনেই প্রত্যেক বছর ১ জানুয়ারি ও ১ জুলাই নিজেদের হেফাজতে থাকা বন্দি তালিকা বিনিময় করে ভারত ও পাকিস্তান।