ইসলামাবাদ: 'ভারতের প্রতিরক্ষা সাজসজ্জা বৃদ্ধি'তে গভীর উদ্বেগ পাকিস্তানের। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া দাবি করেন, গোপন পরমাণু শহর তৈরি করছে ভারত। প্রচুর পরমাণু অস্ত্র মজুত করা হয়েছে সেখানে। এর ফলে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট হবে উপমহাদেশে।
ভারত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং এর জেরেও আঞ্চলিক স্ট্র্যাটেজিগত সমতা বিপদে পড়বে বলে দাবি করেন তিনি।
'ভারত' আরও মারাত্মক মারণাস্ত্র সংগ্রহে 'উঠেপড়ে লেগেছে' বলে দাবি করে আন্তর্জাতিক মহলকে তা নজরে রাখার আবেদন করেন জাকারিয়া। তাঁর আরও আর্জি, ভারতের 'দ্রুত' প্রচলিত, অপ্রচলিত অস্ত্রশস্ত্রের ভাণ্ডারের আয়তন বৃদ্ধির প্রয়াস রুখতে হবে।
পাশাপাশি পাকিস্তানকে একঘরে করার চেষ্টা বিফলে যাওয়ার ফলে ভারতের সত্যিকারের উদ্দেশ্য 'প্রকট হয়ে গিয়েছে' বলেও মন্তব্য করেন তিনি। জাকারিয়া বলেন, ভারত সহ সব প্রতিবেশী দেশের সঙ্গেই শান্তিপূর্ণ সম্পর্কের প্রতি দায়বদ্ধ রয়েছে পাকিস্তান। আলোচনার দরজা খোলা রেখে বেশ কিছু উদ্যোগও নিয়েছে পাকিস্তান, কিন্তু ইতিবাচক সাড়া আসেনি ভারতের তরফে, অভিযোগ করেন জাকারিয়া। বলেন, আলোচনার মাধ্যমে সুষ্ঠু ভাবে সমস্যা না মিটিয়ে ভারত উগ্র মনোভাবে দেখাচ্ছে। বারবার ভারত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভাঙছে, পাকিস্তানের অভ্যন্তরে নাশকতা ছড়াতে জঙ্গিদের অর্থ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গোপন পরমাণু শহর গড়ছে ভারত, মজুত করছে প্রচুর অস্ত্র, দাবি পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Feb 2017 06:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -