ওয়াশিংটন: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার গতি বজায় রাখার ব্যাপারে সহমত হল ভারত ও আমেরিকা। আমেরিকার নয় প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে গতকাল ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি বজায় রাখার ব্যাপারে আমেরিকার দায়বদ্ধতার বিষয়টি তিনি পর্রীকরকে জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম ম্যাটিস ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললেন।
এই কথপোকথন সম্পর্কে পেন্টাগনের প্রেস সচিব জেফ ডাভিস বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথমবার কথা বলতে গিয়ে ম্যাটিস প্রতিরক্ষা ক্ষেত্রে বিগত কয়েক বছরে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিপুল অগ্রগতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ম্যাটিস মার্কিন-ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্ব ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন।
পর্রীকরকে ফোন ম্যাটিসের, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা আরও জোরাল করার বার্তা
ABP Ananda, web desk
Updated at:
09 Feb 2017 09:16 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -