ইসলামাবাদ: ভারত বিরাট পরমাণু শক্তিধর, জানাচ্ছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ, ইসলামাবাদ’ (আইএসএসআই)-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা একটি গবেষণাপত্রে জানিয়েছেন, ৩৫৬ থেকে ৪৯২টি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ট মালমশলা, প্রযুক্তিগত ক্ষমতা ইতিমধ্যেই অর্জন করেছে ভারত। ‘ইন্ডিয়ান আনসেফগার্ডেড নিউক্লিয়ার প্রোগ্রাম’ শিরোনামে তৈরি গবেষণাপত্রটি তৈরি করেছেন চার পাক বিজ্ঞানী। এঁরা হলেন আদিলা আজম, আহমেদ খান, মহম্মদ আলি ও সামির খান।
এক বিবৃতিতে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর আগের নানা গবেষণায় ভারতের পরমাণু বোমা তৈরির ক্ষমতা বেশ কিছুটা খাটো করেই দেখানো হয়েছিল। কিন্তু এই গবেষণার বক্তব্য তার বিপরীত।
তারা এও বলেছে, ভারতের পরমাণু কর্মসূচিটি বেশ জটিল। নয়াদিল্লি এই কর্মসূচি আন্তর্জাতিক আনবিক এজেন্সির সুরক্ষা বিধির আওতার বাইরে রেখেছে। ভারতের ওই কর্মসূচির নানা দিক নিয়ে আলোকপাত করাই এই গবেষণার উদ্দেশ্য। ভারতের পরমাণু কর্মসূচির প্রকৃত ইতিহাস, তার আয়তন, পরিধি, প্রসার ও প্রভাব বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয়েছে এতে।
পাক গবেষকদের দাবি, উন্নয়নশীল দুনিয়ায় ভারতের পরমাণু কর্মসূচি যে সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেকেলে এবং পরমাণু প্রসার রোধ চুক্তি (এনপিটি) না মানা রাষ্ট্রগুলির মধ্যেই পড়ে, তার তথ্যপ্রমাণ ধরা রয়েছে এই গবেষণায়।
পাকিস্তানের আনবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনসার পারভেজের দাবি, এই গবেষণাপত্র ভারতের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা সম্পর্কে সরকারি কর্তা, গবেষক, পড়ুয়াদের নতুন ধারণা দেবে। সেদিক থেকে এটি অভিনব। এতে প্রযুক্তি সংক্রান্ত তথ্যের সঙ্গে সমাজ বিজ্ঞানের ধ্যানধারণার মিশেল রয়েছে।
ভারতের হাতে প্রায় ৪৯০টি পরমাণু বোমা তৈরির মালমশলা, প্রযুক্তি আছে, জানালেন পাক বিজ্ঞানীরা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2016 09:47 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -