ভিডিওতে দেখুন: ৪ বছর বয়সেই ৭ রকম ভাষায় কথা বলতে পারে ছোট্ট বেলা
Web Desk, ABP Ananda | 25 Oct 2016 12:43 PM (IST)
বয়স মাত্র ৪, এই বয়সেই ৭ টি ভাষায় কথা বলতে পারে ছোট্ট বেলা। নামটা বাঙালিদের মতো হলেও বেলা আসলে রাশিয়ার বাসিন্দা। পুরো নাম বেলা দেব্যাতকিনা। সোশ্যাল মিডিয়ায় এখন বেশ পরিচিত মুখ বেলা। এই বয়সে ৭ টি ভাষায় কথা বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। সম্প্রতি একটি রুশ রিয়েলিটি শো-এ অংশগ্রহণ করে বেলা। সেখানে তার পারফর্ম্যান্সে বিস্মিত বিচারক থেকে শুরু করে সাধারণ দর্শক। রুশ সহ সাতটি ভাষায় সাবলীলভাবে কথা বলে যায় সে। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, স্প্যানিশ, ফরাসী, আরবিক, জার্মান এবং চিনা ভাষাতেও তার সমান দক্ষতা। শুধু বলতে পারাই নয়, প্রতিটি ভাষায় লেখা পড়তেও পারে সে। বেলার মা ইউলিয়া জানিয়েছেন, বেলার যখন মাত্র ২ বছর বয়স তখনই সে রুশ এবং ইংরেজি ভাষা রপ্ত করে ফেলেছে। অন্যান্য ভাষায় তার আগ্রহ দেখে এরপর বিভিন্ন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়। ভিডিওতে দেখুন: