বেজিং: আজ প্রথমবারের জন্যে চিনের রাজধানী বেজিং-এ সন্ত্রাদমন নিয়ে ভারত-চিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ফলপ্রসূ হল। সূত্রের দাবি, দুদেশের আধিকারিকরা আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসনীতি নিয়ে কী ভাবছে, সে নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। জানা গিয়েছে এই প্রথমবারের জন্যে চিন-ভারতের সঙ্গে সন্ত্রাসদমন নীতি প্রসঙ্গে একমত পোষণ করেছে।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দাবি, প্রথমবারের জন্যে ভারত-চিনের মধ্যে সন্ত্রাসনীতি নিয়ে এতটা গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক হল। আজকের বৈঠকে কীভাবে সীমান্ত সুরক্ষিত রাখা যায়, এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ সমূলে বিনষ্ট করা যায়, সেনিয়েও আলোচনা হয়েছে।

বেজিংয়ের বৈঠকে উপস্থিত ছিলেন, আর.এন রবি, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এবং ওয়াং ইয়ংকুইং, চিনের সেন্ট্রাল পলিটিক্যাল এবং লিগাল অ্যাফেয়ার্স কমিশনের সেক্রেটারি জেনারেল।

চিনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ওই বৈঠকে দুই দেশের আধিকারিকের মধ্যে সন্ত্রাসদমন নীতি প্রসঙ্গে কী ভাবনা তাঁদের, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিস্তারিত ভাবে এর থেকে বেশি কিছু জানানো হয়নি বিদেশমন্ত্রকের তরফে।