ওয়াশিংটন: পূর্ব লাদাখ সীমান্ত ভারত-চিন সংঘাত নিয়ে ফের একবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের দিলেন মধ্যস্থতার প্রস্তাব। ভারত-চিন সংঘাতের পরিস্থিতিকে 'অত্যন্ত কদর্য' বলে মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প বলেছেন, তিনি পরিস্থিতি নিয়ে ভারত ও চিন উভয় দেশের সঙ্গেই কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চিন ও ভারত প্রসঙ্গে আমরা সাহায্য করতে প্রস্তুত। আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমরা এরসঙ্গে যুক্ত হতে ও সাহায্য করলে পারলে ভালো লাগবে। আমরা এ ব্যাপারে দুই দেশের সঙ্গেই কথা বলছি।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেও দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ভারত ও চিন-উভয় দেশই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। দুই দেশেই বলেছিল, মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের উপস্থিতির কোনও প্রয়োজনই নেই।

ট্রাম্প চিনকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসকে ফের ‘চিনা ভাইরাস’ হিসেবে মন্তব্য করে সারা বিশ্বের ১৮৮ দেশেই এর প্রভাব ছড়ানোর জন্য চিনকেই আরও একবার দায়ী করেছেন তিনি।

অন্যদিকে, আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক প্রচার। ফের একবার ভারতীয় বংশোদ্ভূতদের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জি জানালেন ট্রাম্প। একইসঙ্গে তাঁর মুখে শোনা গেল মোদির প্রশংসা। নির্বাচনী প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে নিজের খুব ভাল বন্ধু এবং মহান নেতা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।