নয়াদিল্লি: বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতা। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৭২ হাজার ৫৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৫ হাজার ৯৭১। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৭১৫।
মোট আক্রান্ত ২ কোটি ৬৪ লক্ষ ৯৯ হাজার ৫১২। একদিনে সংক্রমিত ২ লক্ষ ৯৮ হাজার ২৩০। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৩ হাজার ৮৫।
বিশ্বে মোট সুস্থ ১ কোটি ৭৬ লক্ষ ১৭ হাজার ৩২৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯১ হাজার ৯৬৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ১৮ হাজার ৭৯৩।
করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা ও ব্রাজিল। আমেরিকায় কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৭১০ জনের। একদিনে মৃত ৯৫৬। আক্রান্ত ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৩৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮১০ জন।
ব্রাজিলে দৈনিক মৃত্যুর পাশাপাশি বাড়ল সংক্রমণও। সে দেশে মোট মৃত্যু ১ লক্ষ ২৫ হাজার ৫০২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। আক্রান্ত ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১। একদিনে সংক্রমিত ৫০ হাজার ১৬৩।
একনজরে বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যু
আমেরিকা- আক্রান্ত ৬,৩৮৭,৪৯৮, মৃত-১৯২,০৪৫
ব্রাজিল- আক্রান্ত ৪,০৯১,৮০১, মৃত ১২৫,৫৮৪
ভারত-আক্রান্ত ৪,০৯১,৮০১, মৃত ৬৯,৬৩৫
রাশিয়া-আক্রান্ত ১,০১৫,১০৫, মৃত ১৭,৬৪৯
পেরু- আক্রান্ত ৬৭০,১৪৫, মৃত ২৯,৪০৫
কলম্বিয়া-আক্রান্ত ৬৫০,০৬২, মৃত ২০,৮৮৮
দক্ষিণ আফ্রিকা-আক্রান্ত ৬৩৫,০৭৮, মৃত ১৪,৬৭৮
মেক্সিকো- আক্রান্ত ৬১৬,৮৯৪, মৃত ৬৬,৩২৯
স্পেন-আক্রান্ত ৫১৭,১৩৩, মৃত ২৯,৪১৮
আর্জেন্টিনা-আক্রান্ত ৪৬১,৮৮২, মৃত ৯,৬২৩
বিশ্বের ২২ টি দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষর বেশি
বিশ্বের ২২ দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষের বেশি। এরমধ্যে ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, ইতালি, জার্মানি ও বাংলাদেশও রয়েছে। করোনায় বিশ্বে ৬০ শতাংশ (৫ লক্ষ) মৃত্যু ঘটেছে মাত্র ছয়টি দেশে। এই দেশগুলি হল আমেরিকা, ব্রাজিল, ভারত, ব্রিটেন, ইতালি। বিশ্বের চারটি দেশে (আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো ও ভারত) মৃতের সংখ্যা ৬০ হাজারের বেশি।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় বিশ্বে ভারত তিন নম্বরে। সবচেয়ে বেশি মৃত্যুর তালিকাতেও ভারত তিন নম্বরে। সেইসঙ্গে বিশ্বে ভারত এমন তৃতীয় দেশ যেখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আক্রান্ত রয়েছে।
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2020 08:33 AM (IST)
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতা। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৭২ হাজার ৫৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৫ হাজার ৯৭১।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -