ইসলামাবাদ: করাচিতে গত সোমবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে একটি শিপিং ফার্মের ম্যানেজিং ডিরেক্টরের নিহত হওয়ার ঘটনায় ভারতের হাত থাকতে পারে বলে ইঙ্গিত পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী আহসান ইকবালের। ৪৬ বছরের নিহত চেন ঝু চিনা নাগরিক।
পাক মিডিয়ার খবর, ইকবাল বলেছেন, সেদেশে কর্মরত চিনা নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তান ১০ হাজার রক্ষীর শক্তিশালী বাহিনী তৈরি করেছে। কিন্তু চিন-পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি) প্রকল্প ঘিরে ভারত অহেতুক সংশয়, সন্দেহে ভুগছে, তাই হতে পারে এই খুনে ওরা জড়িত। বিবিসি-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি এও বলেছেন, পাকিস্তানে বন্দি ফাঁসির আসামী কুলভূষণ যাদবই স্বীকার করেছে, সিপিইসি প্রকল্পে অন্তর্ঘাত ঘটাতে সক্রিয় ভারতের গুপ্তচর এজেন্সি। ইকবালকে উদ্ধৃত করে দি এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, আমাদের পড়শী দেশের প্রতিনিধিরা অনেকবারই বলেছেন, চিন, পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক গভীর হোক, চায় না ভারত।
পাক অভ্যন্তরীণ মন্ত্রীর দাবি, উপমহাদেশে ভারত যে 'অন্তর্ঘাতমূলক কার্যকলাপ' চালায়, এ ব্যাপারে যাদবের স্বীকারোক্তিমূলক বক্তব্যই তার প্রমাণ। তবে একইসঙ্গে ভারতের নাম না করে ইকবালের বক্তব্য, 'শত্রুর হীন চক্রান্ত' সফল হবে না, পাকিস্তান ও চিনের সম্পর্কই উল্টে আরও উন্নত হবে।
বেজিংয়ের বেল্ট অ্যান্ড বোল্ড প্রয়াসের আওতায় পাকিস্তানে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পরিকাঠামো নির্মাণ প্রকল্পে কয়েক হাজার চিনা নাগরিক কাজ করছেন। তবে বালুচিস্তানে বন্দর ও রাস্তা তৈরির কাজে প্রায়ই হামলা হচ্ছে।