ঢাকা: দুর্নীতির মামলায় বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাজা তাঁর অতীত কৃতকর্মের স্বাভাবিক ফল বলে মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক জনসভায় বলেছেন, ‘খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তিনি জনগণের সম্পত্তি লুঠ করেছেন। বিরোধী নেত্রী থাকাকালীন চরম বর্বরতার পরিচয় দিয়ে তিনি ৫০০ জনকে পুড়িয়ে হত্যা করেছেন এবং তিন হাজারেরও বেশি মানুষকে জখম করেছেন। তিনি যে বর্বরতা চালিয়েছেন, সেটা সর্বশক্তিমান ঈশ্বরকেও নাড়িয়ে দিয়েছে। তাই তাঁর সাজা হওয়া স্বাভাবিক ছিল।’


বৃহস্পতিবার তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া ৭২ বছর বয়সি খালেদার স্বামী প্রয়াত জিয়াউর রহমানের নামে একটি অনাথ আশ্রমের জন্য ২১ মিলিয়ন বাংলাদেশী টাকা নয়ছয়ের মামলার রায় দিয়েছে ঢাকার বিশেষ আদালত। খালেদার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তাঁর ছেলে তারিক রহমান সহ পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

আদালতের এই রায়ের পরেই খালেদার উদ্দেশে তোপ দেগে হাসিনা বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) ২০১৫ সালে বলেছিলেন, আওয়ামি লিগ সরকারকে ক্ষমতাচ্যুত না করে তিনি ফিরবেন না। সেই লক্ষ্যে তিনি নিজের দফতরে বসে হিংসার পথ বেছে নিয়েছিলেন।’