ইসলামাবাদ: ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে দু’টুকরো করেছে। এবার তারা বালুচিস্তান ও অন্যান্য প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করে দিতে চায়। এক পাক সংবাদ চ্যানেলে এই মন্তব্য করল জামাত উদ দাওয়া পান্ডা হাফিজ সইদ। পাক সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তার মন্তব্য, পাকিস্তানের চেষ্টা একটাই। যেনতেনপ্রকারেণ ভারতকে ঠান্ডা রাখা।

হাফিজ বলেছে, ১৯৯৪ সালে সে যখন আমেরিকায় যায়, তখন কাশ্মীর ইস্যু সব জায়গায় তুলত, কেউ প্রতিবাদ করত না। কিন্তু ভারত কূটনৈতিকভাবে প্রভাব খাটিয়ে আমেরিকাকে নিজেদের দিকে এনে ফেলেছে। উল্টোদিকে পাকিস্তান কী করছে? না, তাদের ও তাদের অভ্যন্তরীণ মন্ত্রীর চেষ্টা একটাই। যেভাবে হোক ভারতকে ঠান্ডা রাখা।

কিছুদিন আগে নিজস্ব রাজনৈতিক দল খুলেছে হাফিজ- মিল্লি মুসলিম লিগ। তার দাবি, পাকিস্তানে আর যে সব মুসলিম লিগ আছে, সেগুলি সবকটাই জাল, পাকিস্তান বিরোধী কাজকর্মে যুক্ত।

হাফিজের আরও বক্তব্য, মহম্মদ আলি জিন্না চেয়েছিলেন কাশ্মীর পাকিস্তানের অংশ হোক, সে জিন্নার নীতি মেনে কাজ করছে। অন্য মুসলিম লিগগুলি জিন্নার প্রপকৃত উত্তরাধিকারী নয় বলেও দাবি করেছে সে।