ইসলামাবাদ: ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের একটি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়ে তিন জওয়ানকে হত্যা করেছে বলে যে দাবি করেছিল, সেটা অস্বীকার করল পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতে এক সাংবাদিক বৈঠকে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, ‘ভারত সম্প্রতি দাবি করেছে, তাদের ১০ জন সেনা জওয়ান পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পাকিস্তানের জওয়ানদের হত্যা করেছে। কাশ্মীর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই মিথ্যা প্রচার করছে ভারত। গত বছরের সার্জিক্যাল স্ট্রাইকও মিথ্যা প্রচার ছিল। ভারত এই ধরনের অপেশাদার পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রলুদ্ধ করতে পারবে না।’
কয়েকদিন আগেই ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার কেরি সেক্টরে পাক সেনার ব্যাট বাহিনীর হামলায় চার সেনার মৃত্যুর বদলা নিয়েছে ভারত। ঘাতক কম্যান্ডোদের একটি ছোট দল সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ২০০-৩০০ মিটার ঢুকে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করেন। তিন পাক সেনার মৃত্যু হয়েছে এবং একজন জখম হয়েছেন।
পাকিস্তান অবশ্য ভারতীয় সেনার এই আক্রমণের কথা স্বীকার করতে নারাজ। কুলভূষণ যাদবকে নিয়ে ভারতের উদ্বেগও খারিজ করে দিয়েছে পাক সেনা। গফুরের দাবি, ‘আমরা দায়িত্বশালী দেশ হিসেবে কুলভূষণ যাদবকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দিয়েছি। কিন্তু আমরা সৌজন্য দেখালেও, ভারতীয় সংবাদমাধ্যম সেটাকে নেতিবাচক হিসেবে দেখাবে।’ কাশ্মীরের মানুষের প্রতি পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন থাকবে বলেও ফের জানিয়েছেন গফুর।
সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের দাবি অস্বীকার পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Dec 2017 08:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -