নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের ব্রঙ্কস অ্যাপার্টমেন্টে আগুন লেগে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে বছরখানেকের একটি শিশুও রয়েছে। আহতদের আঘাত রীতিমত গুরুতর।
হাড়কাঁপানো ঠান্ডার সন্ধেয় স্থানীয় সময় রাত ৭টা নাগাদ আগুন লাগে ৫ তলা ওই বহুতলের একতলায়। তারপরেই তা ছড়িয়ে পড়ে ১৯১৬ সালে তৈরি গোটা বাড়িতে। ১৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজে নেমেছেন, আটকে পড়া বাসিন্দাদের বাড়ি থেকে বার করছেন তাঁরা।
[embed]https://twitter.com/FDNY/status/946545696836071425?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.northjersey.com%2Fstory%2Fnews%2Fnew-york%2F2017%2F12%2F28%2Fnyc-spokesman-least-6-dead-bronx-building-fire%2F989288001%2F[/embed]
[embed]https://twitter.com/FDNY/status/946582263789211648?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.northjersey.com%2Fstory%2Fnews%2Fnew-york%2F2017%2F12%2F28%2Fnyc-spokesman-least-6-dead-bronx-building-fire%2F989288001%2F[/embed]
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমেরিকার নিউ ইয়র্কের বহুতলে আগুন, মৃত অন্তত ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2017 09:19 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -