হ্যানয়: ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরে এই ঘোষণা করা হয়েছে। দু দেশের মধ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশে চিনের শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক সমস্যা বাড়ার মধ্যেই সমুদ্রে টহলদারি নৌকা তৈরি করার কথা জানিয়েছে দু দেশ।


 

 

ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন শুয়ান ফুকের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘আমাদের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা, গতি এবং সারবত্তা দেবে। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি খুশি।’


 

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনাকে বিস্তৃত এবং ফলদায়ক বলে বর্ণনা করেছেন মোদী। তাঁর বক্তব্য, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁরা মনে করছেন, দু দেশই যে সমস্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলির মোকাবিলা করছে, সে বিষয়ে সহযোগিতা বাড়ানো দরকার। এই অঞ্চলের স্থিতাবস্থা, নিরাপত্তা এবং উন্নতি সাধন করাই দু দেশের লক্ষ্য।


 

দক্ষিণ চিন সাগর দিয়ে ভারতের ৫০ শতাংশ বাণিজ্য হয়। ফলে এই অঞ্চল নিয়ে ভারতের উদ্বেগ স্বাভাবিক। দক্ষিণ চিন সাগর নিয়ে চিনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের বিরোধ রয়েছে। ভিয়েতনামের আমন্ত্রণে ওএনজিসি দক্ষিণ চিন সাগরে খননকার্য শুরু করায় আপত্তি জানিয়েছে চিন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রও এই অঞ্চলে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টার বিরোধিতা করেছে।