বেজিং: পর্যটকদের ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল চিনের মধ্য হুনান প্রদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম কাচের সেতু।
সূত্রের খবর, গিনেস বুকে জায়গা করে নেওয়ার পর থেকেই প্রত্যেকদিন প্রচুর মানুষের ভিড় বাড়তে থাকে ওই কাচের সেতুটি দেখার জন্য। জানা গিয়েছে, প্রত্যেকদিন ১০,০০০-এরও বেশি মানুষের ভিড় হচ্ছিল সেখানে। কিন্তু ব্রিজের দেখভাল করে যে কমিটি তারা দর্শক সংখ্যার উর্ধসীমা বেঁধে দিয়েছিল ৮০০০। সেই তুলনায় দর্শক সংখ্যা অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল।
জানা গিয়েছে, ৪৩০ মিটার লম্বা ব্রিজটির মেরামতিও করা হবে। কবে আবার তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, তা জানানো হয়নি।
বিশ্বের দীর্ঘতম কাচের সেতু দেখতে এসে আশাপূরণ না হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। এক পর্যটক তো রেগে গিয়ে বলেই দিয়েছেন পর্যটকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পর্যটকদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে কমিটি।
ভিড়ের চাপে বন্ধ করা হল চিনে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2016 01:30 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -