ইসলামাবাদ: পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সেনা প্রধান রাহিল শরিফ, গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিজির বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ আনলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি)-এ বালুচিস্তানের প্রতিনিধি মেহরান মারি। তিনি তাঁদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বালুচিস্তান ও সিন্ধ অঞ্চলে বালুচদের মানবাধিকার লঙ্ঘন করছে পাক কর্তৃপক্ষ। এই ঘটনাকে যুদ্ধপরাধ আখ্যা দিয়ে ইন্টারপোলের কাছে নওয়াজ, রাহিল শরিফ, আইএসআই-এর ডিজি এবং এফসি ও রেঞ্চার্সের প্রধানদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছেন মারি।
মারি বলেছেন, বালুচিস্তান সম্পর্ক ভুল তথ্য দিতে আন্তর্জাতিক মহলকে ঠকাচ্ছে পাকিস্তান। নওয়াজ, রাহিল শরিফ ও অন্যান্যরা যুদ্ধপরাধী। পাকিস্তানের বাইরে বেরোলেই তাঁদের গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্যকে স্বাগত জানান বালুচ নেতারা। এরপর বালুচ নেতাদের ওপর দমনপীড়ন শুরু করেছে পাক সরকার। অনেক বালুচ নেতা অভিযোগ করেছেন, বালুচিস্তানের মানুষকে দমন করতে পাকিস্তান রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে।
পাক সরকার সুইত্জারল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে থাকা বালুচ নেতা ব্রাহামদাঘ বুগতিকে দেশে ফিরিয়ে আনাতে উদ্যোগ আরও জোরাল করেছে। বালুচ নেতাদের এভাবে নিশানা করার ব্যাপারে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে বালুচ লিবারেশন পার্টি-র এক মুখপাত্র। তিনি বলেছেন, ব্রাহামদাঘের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আগে পাকিস্তানের আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তির বিষয়টি খেয়াল রাখা উচিত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘যুদ্ধপরাধী’ শরিফ, পাক সেনা প্রধানকে গ্রেফতার করতে হবে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে দাবি বালুচ প্রতিনিধির
ABP Ananda, web desk
Updated at:
03 Sep 2016 08:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -