কাঠমান্ডু: ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতিবেশী দেশ নেপালকে ৩০ টি অ্যাম্বুলেন্স ও ৬ টি বাস উপহার দিল ভারত।

কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস চত্বরে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত মঞ্জিব সিংহ পুরী নেপালের প্রাপক সংস্থাগুলির হাতে অ্যাম্বুলেন্স ও বাসের চাবি তুলে দেন।

নেপালের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার প্রসারের জন্য ১৯৯৪ থেকে ভারত সরকার এ পর্যন্ত বিভিন্ন সংগঠনকে ৭২২ টি অ্যাম্বুলেন্স ও ১৪২ টি বাস উপহার দিয়েছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গোর্খা রেজিমেন্টের প্রাক্তন সমরকর্মীদের আত্মীয়দের হাতে নগদ অর্থও তুলে দেন। সেই সঙ্গে নেপালের বিভিন্ন বিদ্যালয় ও গ্রন্থাগারের জন্য বইও উপহার দেওয়া হয়।

মঞ্জিব সিংহ পুরী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতি রামরান কোবিন্দের বার্তাও পড়ে শোনান। তিনি বলেন, 'সম্বৃদ্ধ নেপাল ও সুখী নেপালি'-র লক্ষ্যে পূরণ করতে ভারত সরকার নেপাল সরকারকে সমর্থন করবে।