টোকিও:  সন্ত্রাসদমনে বিশ্বের সমস্ত দেশকে একজোট হওয়ার ডাক ভারত-জাপানের। নাম না করে পাকিস্তানকে আক্রমণের ইঙ্গিত। জঙ্গি নিকেশ করতে, তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসমূলক কাজকর্ম বন্ধ করতে একজোটে কাজ করার ডাক দিল এশিয়ার দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বার্ষিক সম্মেলনের পর যুগ্ম বিবৃতিতে এই ঘোষণা করা হয়।



বিবৃতিতে বলা হয়, দুদেশের প্রধানমন্ত্রীই জঙ্গিমূলক কাজের তীব্র নিন্দা করেছেন। কঠোর হাতে সন্ত্রাস দমনের কথা বলেছেন তাঁরা। জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসের সঙ্গে কোনও রকম আপোশ নয়। জঙ্গিদমনে সমস্ত দেশকে এক হওয়ার কথা বলেন তাঁরা। সীমান্ত পারের সন্ত্রাস বন্ধের দাবিতে সংঘবদ্ধ হওয়ার কথাও জানান দুদেশের প্রধানমন্ত্রী। দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ প্রস্তাবনা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রস্তাব কার্যকর করতে সব দেশকে আহ্বান জানায়। প্রসঙ্গত, এই ১২৬৭ প্রস্তাবেই যাতে জইশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা হয়, সেই চেষ্টা করে ভারত। যদিও সেই চেষ্টায় জল ঢালে চিন।



পাকিস্তানের বিরুদ্ধে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ প্রভৃতি জঙ্গিগোষ্ঠীকে প্রশিক্ষণ, আর্থিক সাহায্যের অভিযোগ তোলে ভারত। দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসদমন ইস্যুতে দুপক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের বিষয়টিও ওঠে। সম্প্রতি দুদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মোদী এবং অ্যাবে। শ্রদ্ধা জানানো হয় ঢাকার নিহতদের প্রতিও।