নয়াদিল্লি: সোমবার রাশিয়ার (Russia) সঙ্গে ২+২ আলোচনায় বসল ভারত। বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানান, ভারত উত্তর সীমান্ত নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভারত- রাশিয়ার যৌথ চুক্তির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সামরিক সাহায্যের জন্য ভারত একটা দ্বিতীয় সাহায্যর হাত খুঁজছে। পাশাপাশি লাদাখ সীমান্তে চিনের বিনা প্ররোচনায় আগ্রাসনের উল্লেখ করেছেন রাজনাথ। তবে তিনি সরাসরি কোনও দেশের নাম না বললেও কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, চিনের কথাই বলতে চেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতকে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার হাত বাড়িয়েছে আমরিকা ও রাশিয়া। এদিন রাশিয়ার সঙ্গে ২+২ বৈঠকে রাজনাথ সিং বলেন, ভারত যে নতুন চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা নিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। চিনের কথা উল্লেখ না করে তিনি এদিন আরও বলেন, গত বছর গ্রীষ্মের শুরু থেকে আমাদের উত্তর সীমান্তে বিনা প্ররোচনামূলক আগ্রাসন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি।
দীর্ঘদিন ধরই উত্তপ্ত পূর্ব লাদাখের সীমান্ত পরিস্থিতি। তার মধ্যে আমেরিকা থেকে বাড়তি ৭২,০০০ সিগ সয়ার অ্যাসল্ট রাইফেল কেনার তোড়জোড় শুরু করেছে ভারতীয় সেনা। রবিবার একথা জানান আধিকারিকরা। এদিন আলোচনায় চিনের নাম করেই ভারত সোমবার রাশিয়ার সঙ্গে প্রথম ২+২ মন্ত্রী আলোচনায় লাদাখ পরিস্থিতির কথা তুলে ধরেন।
এদিন রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সার্গে সইগুর বলেন, ভারত ও রাশিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে উন্নতির পথে এগোবে। দু'দেশের মধ্যে ১০ বছরের দীর্ঘ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করা হয়েছে এদিন। উত্তর প্রদেশে আমেতিতে AK 203 অ্যাসল্ট রাইফেলের ছয় লাখ ইউনিট তৈরির চুক্তি হয়েছে।
রাশিয়ার টেকনোলজিতে তৈরি বিখ্যাত এ কে সিরিজের অন্যতম শক্তিশালী হাতিয়ার এটি। সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ( Vladimir Putin India visit) ভারতে আসেন। এদিনই ৫ হাজার কোটি টাকার রাইফেলের সরকারি চুক্তি সম্পন্ন হয়েছে।
জানা গিয়েছে রাশিয়ার থেকে মোট ৬,৭১,০০০ এ কে ২০৩ রাইফেল কিনবে ভারত। যার মধ্যে ৭০,০০০ সরাসরি এবং বাকি তৈরি হবে উত্তরপ্রদেশের আমেথির (Amethi AK 203 factory) কারখানায়।