লন্ডন: কোভিডের থেকেও ভয়ঙ্কর আকার নিতে চলেছে আগামী মহামারী (pandamic)। এবিষয়ে, অক্সফোর্ড (oxford)-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একজন নির্মাতা বলেছেন, ভবিষ্যতের মহামারীগুলি COVID-19-এর চেয়ে আরও বেশি প্রাণঘাতী হতে পারে। জন হাফকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে সারা বিশ্বজুড়ে কোভিডের হানায় প্রায় ৫.২৬ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন। তাই এর থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিচ্ছেন ভ্যাকসিন নির্মাতারা। তাঁদেরই একজন সারা গিলবার্ট রিচার্ড ডিম্বলবি বলেছেন, "সত্যিটা হল, পরেরটি আরও খারাপ হতে পারে। এটি আরও সংক্রামক, বা আরও মারাত্মক বা উভয়ই হতে পারে। যে কোনও ভাইরাস আমাদের জীবন এবং আমাদের জীবিকাকে আবার ক্ষতির মুখে ফেলবে।"


ওমিক্রন (Omicron) নিয়ে এমনিতেই চিন্তা বাড়ছিল বিশ্বে। এরই মধ্যে সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হল সেখানে দুই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন রূপের দুটি কেস চিহ্নিত করেছে। 


এঁদের মধ্যে এক ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানান হয়নি।                          


সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "ওই দুই ব্যক্তিদের আইসোলেটেড করে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।" এই দুই ব্যক্তির সঙ্গে আরও ৬৬ জন সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সনাক্ত করা হয়েছে। যদিও সকলেই তারা কোভিড নেগেটিভ। ইতিমধ্যেই নেপাল ওমিক্রন উদ্বেগে আফ্রিকার আটটি দেশ এবং হংকং থেকে সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।             


আরও পড়ুন: কোভিড বিধির কড়াকড়ি, পারথ থেকে সরল অ্যাশেজের পঞ্চম টেস্ট