নয়াদিল্লি: ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম বাড়তে থাকা অর্থনীতি। তাদের সাম্প্রতিকতম রিপোর্টে জানাল বিশ্বব্যাঙ্ক। একইসঙ্গে তারা বলেছে, চিনের অর্থনীতিতে ঝিমিয়ে পড়ার ভাব স্পষ্ট, জিডিপি দিক দিয়ে তারা নেমে গিয়েছে ১৬ নম্বরে।


সদস্য রাষ্ট্রগুলির আর্থিক হাল নিয়ে এই রিপোর্ট বার করেছে বিশ্বব্যাঙ্ক। তাতে বলেছে, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি। এ বছর তাদের জিডিপি হতে পারে ৭.২ শতাংশ। নোট বাতিলের জেরে সাময়িকভাবে নোটের অভাব তৈরি হলেও এখন আর সেই পরিস্থিতি নেই। ভারতের জিনিসপত্র রফতানি যেমন বেড়েছে, তেমনই বৃদ্ধি পেয়েছে সরকারি বিনিয়োগ। পরিবেশ অনুকূল হওয়ায় ব্যক্তিগত বিনিয়োগের পরিমাণও বেড়েছে।

বিশ্বব্যাঙ্কের হিসেব বলছে, এই আর্থিক বছরে ভারতের জিডিপি বাড়তে পারে ৭.২ শতাংশ হারে। আগামী বছর তা হবে ৭.৫ শতাংশ।

উল্টোদিকে জিডিপির বিচারে প্রথম ১৫ অর্থনীতির মধ্যে নেই চিন। রফতানির ক্ষেত্রে উন্নতি হলেও তাদের অর্থনীতির ঝিমিয়ে পড়া ভাব গোটা পূর্ব এশিয়ার অর্থনীতিকেই টেনে নামাচ্ছে। ওই এলাকার অন্যান্য দেশের বরং অর্থনৈতিক অবস্থা ভাল। বিশেষ করে ঘরোয়া ক্ষেত্রে বাড়তে থাকা ঋণের বোঝা তার অর্থনৈতিক দুর্বলতাকেই প্রকট করে তুলেছে।

বিশ্বব্যাঙ্ক রিপোর্ট আরও বলছে, আমেরিকা ও ইউরোপে আর্থিক নীতি সংক্রান্ত যে অনিশ্চয়তা চলছে, তার খারাপ প্রভাব পড়েছে চিনা অর্থনীতিতে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বার হয়ে যাওয়াও চিনের উন্নয়নে ছাপ ফেলেছে।