ইসলামাবাদ: কাশ্মীর সহ যাবতীয় সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করুক ভারত ও পাকিস্তান। এমনই মন্তব্য করল রাশিয়া। ইসলামাবাদে এক প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি ওয়াই ডিডোভ বলেছেন, তাঁদের দেশ চায় শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে মতপার্থক্যের অবসান ঘটাক ভারত ও পাকিস্তান।

ডিডোভ বলেছেন, আফগানিস্তানে শান্তি ফেরানোর জন্য পাকিস্তান ও রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। রুশ রাষ্ট্রদুত চিন-পাকিস্তান আর্থিক করিডোর (সিপিইসি) পক্ষেও জোরালো সওয়াল করেছেন। তিনি বলেছেন, এই প্রকল্প পাকিস্তানের অর্থনীতি ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিভোড বলেছেন, চিনের সিল্করুটের অন্যতম অঙ্গ সিপিইসি। রাশিয়াও ইউরেশিয়ান ইউনিয়নে এ ধরনের একটি করিডোর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং দুটি প্রকল্পকে মিশিয়ে দিতে রাশিয়া ও চিন আলোচনা চালাচ্ছে।

পাকিস্তানের উত্তর-দক্ষিণ গ্যাস পাইপলাইন প্রকল্প সংক্রান্ত প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেছেন, এই প্রকল্পের দ্রুত রূপায়ণের জন্য তাঁরা আগ্রহী।