ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। এবার ধন্যবাদ জানানোর পালা। তাঁর জয়ের পিছনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের অবদানের উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প।


প্রেসিডেন্ট ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্র ফ্লোরিডায় জিতেছেন তিনি। সেখানকারই অরল্যান্ডোয় ‘থ্যাঙ্ক ইউ’ সভায় নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ভারতীয় সম্প্রদায়ের প্রচুর মানুষ, হিন্দুরা, এখানে এসেছেন। দারুণ সাড়া পেয়েছি হিন্দুদের।


ট্রাম্পের ভোটে জয়ের পিছনে ভারতীয়-মার্কিন, হিন্দুদের অবদান স্বীকার এই প্রথম। অনুষ্ঠানে হাজির হওয়া ভারতীয় সম্প্রদায়ের লোকজনদের দিকে ইঙ্গিত করে তাঁকে বলতে শোনা যায়, ওঁরা কোথায়? একটা বড় গোষ্ঠী ওঁরা। ওঁদের ধন্যবাদ দিতে চাই। ওঁরা চমত্কার। দারুণ। ভোট দিয়েছেন আমাদের।


প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের  পক্ষকাল আগে  কাশ্মীর, বাংলাদেশে সন্ত্রাসের শিকার হওয়া হিন্দুদের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে রিপাবলিকান হিন্দু কোয়ালিশন নামে এক সংগঠনের সেবামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। তিনিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন পদপ্রার্থী যিনি এ ধরনের অনুষ্ঠানে গিয়েছিলেন।


প্রচারে ভারত-মার্কিন সম্পর্কের শ্রীবৃদ্ধির জন্য কাজ করার শপথ নিয়ে হোয়াইট হাউসে তিনি ভারতের সেরা বন্ধু হবেন বলেও  কথা দেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক সংস্কারমূলক পদক্ষেপ ও আমলাতন্ত্রের ফাঁস ছিন্ন করতে তাঁর উদ্যোগেরও প্রশংসা করেন। এমনকী ফ্লোরিডা, ভার্জিনিয়ায় মন্দিরেও গিয়ে প্রার্থনা করেন তাঁর পরিবারের সদস্যরা। মোদীর ২০১৪-র নির্বাচনী প্রচারের পাঞ্চলাইন ধার করে ‘অব কি ট্রাম্প সরকার’ স্লোগান দিয়ে বিজ্ঞাপনও দেয় ট্রাম্প শিবির।


রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের চেয়ারম্যান শলভ কুমারের দাবি, এসবই আমেরিকার ভারতীয়দের ভোটিং প্যাটার্নের ওপর বড় প্রভাব ফেলেছে, চিরকাল যাঁরা ডেমোক্র্যাটদের সমর্থন করে এসেছেন।


একটি সার্ভের ভিত্তিতে শলভের দাবি, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের ৬০ শতাংশের বেশি এবার ট্রাম্পকে ঢেলে ভোট দিয়েছেন।