ওয়াশিংটন: চিনের কথা মাথায় রেখে পারমাণবিক অস্ত্রসম্ভারের আধুনিকীকরণ করছে ভারত। এতদিন ভারতের পারমাণবিক কৌশলের নিশানা ছিল পাকিস্তান। কিন্তু এখন সেই কৌশলে ক্রমশ গুরুত্ব পাচ্ছে চিন। আমেরিকার দুই শীর্ষ পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ এই মন্তব্য করেছেন। ডিজিটাল জার্নাল ‘আফটার মিডনাইট’-এর জুলাই-অগাস্ট সংখ্যায় প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়েছে, ভারত এখন এমন একটি ক্ষেপনাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ ভারতের ঘাঁটিগুলি থেকে চিনের যে কোনও জায়গাকে নিশানা করতে পারে। ‘ইন্ডিয়ান নিউক্লিয়ার ফোর্সেস ২০১৭’ শীর্ষক ওই নিবন্ধে দুই মার্কিন বিশেষজ্ঞ হ্যান্স ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিস লিখেছেন, ভারতের হাতে আনুমানিক ১৫০-২০০ পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত প্লুটোনিয়াম রয়েছে। যদিও এর থেকে ভারত এখনও পর্যন্ত ১২০ থেকে ১৩০ টি পরমাণু অস্ত্র উত্পাদন করেছে বলে অনুমান।
নিবন্ধে আরও লেখা হয়েছে, পাকিস্তানকে প্রতিরোধই ছিল এতদিন ভারতের লক্ষ্য। কিন্তু অস্ত্রসম্ভারে আধুনিকীরণ থেকে ইঙ্গিত যে ভারত এবার তার সঙ্গে চিনের ভবিষ্যত কৌশলগত সম্পর্কের ওপর বেশি করে গুরুত্ব দিচ্ছে।
নতুন নতুন পরমাণু অস্ত্র ব্যবস্থার উন্নতিসাধনের মাধ্যমে ভারত তার পরমাণু অস্ত্রসম্ভারের আধুনিকীকরণ ঘটাচ্ছে উল্লেখ করে নিবন্ধে বলা হয়েছে, ভারতের হাতে বর্তমানে পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম সাতটি সিস্টেম রয়েছে:দুটি বিমান, চারটি ভূমি ভিত্তিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি সমুদ্র থেকে উতক্ষেপণযোগ্য ব্যালেস্টিক মিসাইল।
দুই মার্কিন বিশেষজ্ঞ আরও লিখেছেন, এর পাশাপাশি আরও অন্তত চারটি সিস্টেম গড়ে তোলার কাজ চলছে। বিভিন্ন স্তরে  পরমাণু অস্ত্রবাহী ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।ভূমি ও সমুদ্র ভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। পরবর্তী দশকেই সেগুলি মোতায়েন করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তাঁরা।

ক্রিস্টেন ও নরিস এ প্রসঙ্গে অগ্নি ক্ষেপণাস্ত্রর কথা উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন অগ্নি ১-এর উন্নত সংস্করণ দুই স্তরীয় সলিড ফুয়েল, রেল-মোবাইল অগ্নি ২ পরমাণু সহ যে কোনও অস্ত্র নিয়ে ২০০০ কিমি পর্যন্ত পাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ওই ক্ষেপণাস্ত্রর পাল্লার মধ্যেই পড়ছে পশ্চিম, মধ্য ও দক্ষিণ চিন। যদিও অগ্নি ৪-ও উত্তরপূর্ব ভারত থেকে চিনের প্রায় যে কোনও স্থানেই আঘাত হানতে সক্ষম।
নিবন্ধে বলা হয়েছে , ভারত এবার ৫ হাজার কিমি পাল্লার অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে। এর ফলে চিনের থেকে দূরে মধ্য ও দক্ষিণ ভারতের সামরিক ঘাঁটিগুলিতে অগ্নি ৫ মোতায়েন করতে পারবে।