ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মায়ানমারের উপর চাপ সৃষ্টি করার কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের পাশে আছে ভারত। এমনই দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব নজরুল ইসলাম। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে হাসিনাকে ফোন করে তাঁর সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন সুষমা। তিনি এ বিষয়ে মায়ানমারের উপর দ্বিপাক্ষিক ও বহুদেশীয় স্তরে চাপ সৃষ্টি করার কথা বলেছেন। যদিও এ বিষয়ে সুষমার প্রতিক্রিয়া মেলেনি।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে নজরুল বলেছেন, গত ২৫ অগাস্ট মায়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সুষমাকে হাসিনা বলেছেন, মানবিকতার স্বার্থেই তাঁদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু তাঁরা বেশিদিন বাংলাদেশে থাকলে বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের যে অন্য দেশগুলির সাহায্য দরকার, সেটাও সুষমাকে বলেছেন হাসিনা। সেই সময় তাঁর বাসভবনে হাজির ছিলেন ঢাকার ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিঙ্গলা।

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ৫৩ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করা হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। হাই কমিশনার বলেছেন, বাংলাদেশকে ৭,০০০ টন ত্রাণ দেবে ভারত।